স্টাফ রিপোর্টার॥
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চারজন। তাদের নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত মারা গেলেন ৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সোমবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৬০৬ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছে ২৮৯ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ৩১৭ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে দুই হাজার ৩৫১ জন। অধিদপ্তর জানিয়েছে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫৩ হাজার ৪১৩ জন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৩৪ জন। যা দেশে ডেঙ্গুর ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু।
অধিদপ্তরের মতে, চলতি বছরের জানুয়ারিতে ১২৬ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। যদিও ফেব্রুয়ারি ও মার্চে প্রকোপ বেশ কমে আসে। ওই দুই মাসে ২০ জন করে রোগী হাসপাতালে ভর্তি হয়। এপ্রিলে হাসপাতালে ভর্তি হয় ২৩ জন রোগী।
এরপরই বাড়তে থাকে রোগী সংখ্যা, মে মাসে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১৬৩ জন। জুনে রোগী সংখ্যা প্রায় তিনগুণের বেশি হয়ে দাঁড়ায় ৭৩৭ জনে। ওই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর, মারা যায় একজন।