শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট আগে সংস্কার, এরপর নির্বাচন: প্রধান উপদেষ্টা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা

  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৪.৫১ পিএম
  • ৩৫ বার পড়া হয়েছে
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি খাদ্য তৈরির কারখানার শ্রমিকেরা সরকার ঘোষিত বেতন বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার সকাল সাড়ে ৭টা থেকে প্রায় পৌনে দুই ঘণ্টা উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ‘কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেডের’ শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল আলম বলেন, “ধাওয়া দিয়ে ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তারা সরে যাওয়ার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।”

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা

বিশৃঙ্খলা এড়াতে কারখানা এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেডের শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে তারা কারখানার গেটের সামনে অবস্থান নিয়ে সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানান। এ সময় ভেতর থেকে কারখানার কর্মী ও অন্য শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল মারতে করতে শুরু করে। এক পর্যায়ে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ হয়। কারখানার ভেতর থেকে ছোড়া ইটের আঘাতে ২০-২৫ জন শ্রমিক গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা

কারখানার শ্রমিক আরাফাত হোসেন সাংবাদিকদের বলেন, “সব কারখানায় ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা দেওয়া হলেও আমাদের দিচ্ছে না। আমাদের শ্রমিকরা সর্বনিম্ন বেতন পাচ্ছে ৬ হাজার ৭০০ টাকা।”

আরেক শ্রমিক সানোয়ার হোসেন বলেন, “চলতি মাসের শুরু থেকেই আমরা সরকার ঘোষিত বেতন দেওয়ার দাবি জানিয়ে আসছি। কর্তৃপক্ষ দেই-দিচ্ছি বলে সময় নিচ্ছে। কিন্তু এখনও আমরা সেই কাঠামোতে বেতন পাইনি।

“যার কারণে বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। বিক্ষোভের সময় পুলিশের হামলায় আমাদের কয়েকজন আহত হয়েছে।”

এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আনিসুর রহমান জানান, গত বৃহস্পতিবার থেকে শ্রমিকদের বেতন ভাতা নিয়ে তাদের সঙ্গে কথা হচ্ছে। বেশ কয়েকবার আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বেতন ৬ হাজার ৭০০ টাকা থেকে ১৩০০ টাকা বাড়িয়ে করে ৮ হাজার টাকা করা হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা

তিনি বলেন, “শনিবার কারখানা বন্ধ রাখা হয়েছিল। বেতনের বিষয়টি সমাধান হওয়ার পর রোববার থেকে শ্রমিকরা কাজও করছে। কিন্তু আজকে সকালে ‘বহিরাগত’ কিছু শ্রমিকদের উস্কানিতে বিক্ষোভ হয়েছে। সেখানে আমাদের কোন শ্রমিক ছিলো না।”

শ্রমিকদের কেন লাঠিপেটা করা হয়েছে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক মজুমদার বলেন, “শ্রমিকদের আমরা বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা শোনেনি। মহাসড়কে যানজট সৃষ্টি করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা। তাই লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয়েছে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com