বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন

দক্ষিণাঞ্চলে বৃষ্টির শঙ্কা: রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ১.৩৭ পিএম
  • ২৭ বার পড়া হয়েছে
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

বৃষ্টি ও ঘন কুয়াশার পর গত দুদিন ধরেই নিয়মিত সূর্যের দেখা পাওয়া যাচ্ছে। এতে দিনের বেলায় তীব্র ও অসহনীয় শীত থেকে মুক্তি মিলেছে দেশের বেশিরভাগ অঞ্চলের মানুষের। আগামী কিছুদিন নতুন করে শীত বাড়ার আশঙ্কা কম।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গতকাল শনিবার দেশের চার জেলায় মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও তা খুব বেশি বিস্তার লাভ করার সম্ভাবনা নেই।

এদিকে রোববার দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামীকাল সোমবার সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে।

জানা গেছে, গতকাল রাজশাহী, নওগাঁ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে গেছে। আজ রোববার তা আরো বিস্তার লাভ করতে পারে।

রাজশাহী সংবাদদাতা:

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এটি চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে, গত ১৩ জানুয়ারি জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এরপর তাপমাত্রা কিছুটা বাড়লেও শনিবার ভোরে তা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, রোববার ভোরে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভোর থেকে ঘন কুয়াশা ছিল। তবে সকাল ১০টার পর সূর্যের মুখ দেখা গেছে।

এদিকে, তীব্র শীতের কারণে রাজশাহীর মাধ্যমিক বিদ্যালয়গুলো দুইদিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে একদিন। আবহাওয়ার পূর্বাভাস দেখে শনিবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়েছে।

মাউশির রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী রোববার ও সোমবার (২১ ও ২২ জানুয়ারি) রাজশাহীর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই এই দুইদিন মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।

তবে সোমবার ও মঙ্গলবার আকাশে একটু মেঘ থাকতে পারে। এতে দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ২৪ জানুয়ারির দিকে দক্ষিণাঞ্চলের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ২৬-২৭ জানুয়ারির দিকে কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্তভাবে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com