সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন

নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে

  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৯.৫১ এএম
  • ২১ বার পড়া হয়েছে

এফবিডি ডেস্ক॥

বুধবার (৩০ নভেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রতিবেশি বন্ধু দেশের এই কূটনীতিক নতুন দায়িত্ব নিয়ে গত ২১ সেপ্টেম্বর ঢাকায় আসেন। গত ২৭ অক্টোবর তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন।

প্রণয় ভার্মা ১৯৯৪ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। কূটনীতিক হিসেবে তিনি ভারতের ওয়াশিংটন, বেইজিং, সান ফ্রান্সিসকো, হংকং ও কাঠমান্ডু মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি যুগ্ম সচিব হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া এবং পরমাণু শক্তি বিভাগে কাজ করেছেন। যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী প্রণয় ভার্মা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে টাটা স্টিলে কাজ করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com