রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন

ভার্চুয়াল কোর্টে ৮ কর্মদিবসে ১৬৭ কিশোরের জামিন

  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ১০.২১ এএম
  • ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চলমান ‘লকডাউনে’ ভার্চুয়াল কোর্টের গত আট কর্মদিবসে বিভিন্ন ফৌজদারি মামলায় অভিযুক্ত ১৬৭ কিশোর জামিনে কারামুক্ত হয়েছে।

এই সময়ে সারা দেশে কিশোরসহ মোট ১৫ হাজার ২১৭ হাজতি জামিনে মুক্তি পেয়েছেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান শুক্রবার এক বিবৃতিতে এ সব তথ্য জানিয়েছেন।

কারামুক্ত ১৫ হাজার ২১৭ হাজতির মধ্যে বৃহস্পতিবার অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল থেকে জামিন পেয়েছেন এক হাজার ৫৯২ জন। বিচারিক আদালতে মোট তিন হাজার ৩২টি ফৌজদারি মামলা নিষ্পত্তি হয়েছে। আট কর্মদিবসে ভার্চুয়াল কোর্টে ২৬ হাজার ৮৪৮টি জামিন আবেদনের ওপর শুনানি হয়েছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, সারা দেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি বর্জন করে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও জরুরি ফৌজদারি মামলার শুনানি হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com