এফবিডি ডেস্ক॥
রমজান মাসে নিত্যপণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এর আগে তিনি সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে আমদানি-রপ্তানিসহ সার্বিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে ‘বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটি’র সঙ্গে সভা করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে সভায়। আগামী মার্চ মাসে রোজার সময় যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য পদক্ষেপ নেওয়া হবে। সরকার সতর্ক রয়েছে। শিগগিরই বড় ব্যবসায়ীদের নিয়ে বসা হবে। রমজান মাসে ভোক্তাদের যাতে সমস্যায় না পড়তে হয়, সে বিষয়ে সতর্ক নজর রয়েছে সরকারের।
এলসি খুলতে সমস্যার অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এসব সমস্যা চিহ্নিত করা হবে এবং সমস্যা সমাধানের উপায় ঠিক করে পদক্ষেপ নেওয়া হবে।
বৈশ্বিক পরিস্থিতির কারণে এলসি খোলায় সংকট, এর মধ্যে সামনে রমজান—পরিস্থিতি মোকাবেলায় কী পরিকল্পনা নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাস সামনে রেখে রাতারাতি সবকিছু বদলে দেওয়া যাবে না। আন্তর্জাতিক বাজারে পণ্যের যে দাম তা মনে রাখতে হবে। লোকসান করে কেউ পণ্য বিক্রি করবে না। তবে যুক্তিসংগত দামে যেন যথেষ্ট পরিমাণ পণ্য রমজান মাসে বাজারে আসে, তা নিশ্চিত করার জন্য কাজ করছে সরকার।