রায়গঞ্জ সংবাদদাতা॥
সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরের ত্রি-বার্ষিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা: শচীন্দ্র নাথ বসাক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রী প্রবীর কুমার নাগ উত্তম।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধায় রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী গোপাল জিউ মন্দির চত্বরে আয়োজিত সাধারণ সভায় কমিটির বিপুল সংখ্যক সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন তাঁরা।
এর আগে কমিটির ১ বছরের আয়-ব্যয়ের হিসেব তুলে ধরেন কেন্দ্রীয় শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরের সাবেক ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রবীর কুমার নাগ উত্তম।
এসময় রায়গঞ্জ উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ডা: চন্দন কুমার সরকার,বাংলাদেশ হিন্দু পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ কুমার মহন্ত, রায়গঞ্জ উপজেলা পূজা উৎযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক পল্লব কুমার নাগ,চান্দাইকোনা মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সমর দত্ত চৌধুরী,হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সদস্যবৃন্দু,বাংলাদেশ হিন্দু পরিষদের চান্দাইকোনা ইউনিয়ন শাখার সভাপতি- সাধারণ সম্পাদক, চান্দাইকোনা ইউনিয়ন পূজা উৎযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিততে ও আলোচনায় এই কমিটির অনুমোদন করা হয়।
উল্লেখ্য, নব নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক আগামী ৪৫ দিনের মধ্যে কেন্দ্রীয় শ্রী শ্রী গোপাল জিউ মন্দির পরিচালনার জন্য ৬১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা দিবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।