শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

৬ষ্ঠ দিনে আরও বড় পতন শেয়ারবাজারে

  • আপডেট সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৯.২৯ এএম
  • ২৬ বার পড়া হয়েছে

এফবিডি ডেস্ক॥

দেশের শেয়ারবাজারে টানা ৬ষ্ঠ দিনের মতো মূল্য সূচকের পতন হয়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্যসূচক কমেছে। ফ্লোর প্রাইসের কারণে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ছিল অপরিবর্তিত।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ (২১ ডিসেম্বর) এক্সচেঞ্জটির প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২৭ দশমিক ৬৮ পয়েন্ট হারিয়েছে। গত ছয় কার্যদিবসের টানা পতনে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ১৮৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচকও কমেছে। শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ বুধবার ৮ দশমিক ০৬ পয়েন্ট কমেছে। আর ‘ডিএস ৩০’ সূচক হারিয়েছে ৬ দশমিক ৪৩ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে (মঙ্গলবার) লেনদেন হয়েছিল ৩২২ কোটি ৪১ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ২৯৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৫টি শেয়ারের দরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৭৭টির, বিপরীতে মাত্র ১১ কোম্পানির শেয়ারদর আজ বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com