প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৬৭ লাখ যুবককে দক্ষ ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন আয়বর্ধক পেশায় প্রশিক্ষণ দিয়েছে। যুব উন্নয়ন বিভাগ বর্তমানে সারাদেশে মোট ৮৩টি ট্রেডে (পেশায়) প্রশিক্ষণ দিচ্ছে। এছাড়া প্রশিক্ষিত ৬৭ লাখের মধ্যে ২৩ লাখ যুবক আত্মকর্মসংস্থানে নিয়োজিত রয়েছে।
শুক্রবার এসব তথ্য জানান যুব ও ক্রীড়া সচিব মেসবাহ উদ্দিন।
তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সারাদেশে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রতি বছর সাড়ে তিন লাখ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।
সচিব বলেন, সারাদেশে যুব উন্নয়ন অধিদফতরের ৭০টি যুব প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। নির্ধারিত প্রশিক্ষণকেন্দ্র ছাড়াও জেলা যুব কার্যালয় এবং উপজেলা যুব কার্যালয় যুবকদের দক্ষ ও আত্মকর্মসংস্থানে পরিণত করার লক্ষ্যে প্রশিক্ষণের জন্য নিযুক্ত রয়েছে।
তথ্যানুযায়ী, স্টার্টআপ ক্যাপিটাল হিসেবে নিজস্ব তহবিল থেকে ১০ লাখ ৩১ হাজার ৯৩ জন প্রশিক্ষিত যুবককে সহজ শর্তে ২ হাজার ৩০২ কোটি টাকা ঋণ দিয়েছে যুব বিভাগ।
যুব ও ক্রীড়া সচিব মেসবাহ উদ্দিন বলেন, সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে যুবকদের কম্পিউটার, আইসিটি এবং অন্যান্য প্রশিক্ষণ দিচ্ছে। যুবকদের যেন সামাজিক কাজে নিয়োজিত করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা যায়। টেকাব প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে উপজেলা-ইউনিয়ন পর্যায়ে কম্পিউটার ও আইসিটি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
তিনি আরো বলেন, যুবকদের ন্যায্য কর্মসংস্থানের জন্য যানবাহন চালনার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। ২০২১-২৩ মেয়াদে এ প্রকল্পের মাধ্যমে ৪০ হাজার চালক তৈরির লক্ষ্য নিয়ে কার্যক্রম চলছে। এছাড়া শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার ২০০৯-২০১০ অর্থবছর থেকে ‘ন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম’ বাস্তবায়ন করেছে।
মেসবাহ উদ্দিন বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্যবিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে যুব ঋণ কর্মসূচি। নিয়মিত ঋণ কর্মসূচির পাশাপাশি মুজিববর্ষ উপলক্ষে ২০২০-২০২১ অর্থবছরে ২ হাজার ১৩ জন প্রশিক্ষিত যুবককে ১০ কোটি ৭০ লাখ টাকা দেওয়া হয়েছে।
যুব উন্নয়ন অধিদফতর সূত্রে জানা গেছে, সরকার তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য কর্মসংস্থান ব্যাংক এবং এনআরবিসি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। যুবকরা স্টার্টআপ মূলধন হিসেবে এসব ব্যাংক থেকে ৫-১০ লাখ টাকা ঋণ পাবেন।
আরো জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অধিদফতর কর্তৃক বিশেষ প্রশিক্ষণ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৮ হাজার ৩২০ জন যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পদ্মাসেতু কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতার আওতায় ৪ হাজার ৭১১ জনকে ১২টি ব্যবসায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।