সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

রোববার ঘোষণা পদ্মা ও মেঘনা বিভাগের

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৮.৫১ এএম
  • ৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার॥

পদ্মা-ও-মেঘনা-বিভাগের-ঘোষণা-রোববারসচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে আগামী ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভা হওয়ার কথা রয়েছে। এতে পদ্মা ও মেঘনা নামে দুটি বিভাগে গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ফাইল ছবি

দেশে এখন পর্যন্ত যে আটটি বিভাগ রয়েছে তার প্রতিটিই অঞ্চলের প্রধান জেলার নামে করা হয়েছে। এবারই প্রথম জেলার নাম ছাড়া হচ্ছে প্রশাসনিক এই ইউনিটের নাম। বিভাগ গঠনের এই আলোচনার সময় সেটি কুমিল্লা নাকি নোয়াখালীর নামে হবে, সেই বিষয়টি নিয়ে গত কয়েক বছর ধরে চলছিল বিতর্ক। পরে সরকার কোনো জেলার নাম বাদ দিয়ে মেঘনা নদীর নামকে বেছে নিয়েছে। একইভাবে ফরিদপুর অঞ্চলেও কোনো জেলার নামকে প্রাধান্য না দিয়ে সেই অঞ্চলের সবচেয়ে বড় নদীটির নামকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী।

পদ্মা ও মেঘনা নামের দুটি বিভাগ গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী রোববার। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় যেসব বিষয় রাখা হয়েছে, তাতে রয়েছে এই বিষয়টিও।

সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে আগামী ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা হওয়ার কথা রয়েছে। সভার আলোচ্যসূচিতে ছয়টি প্রস্তাব থাকলেও অগ্রাধিকারে রাখা হয়েছে বিভাগের বিষয়টি।

এই দুটি বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করা হলে দেশে বিভাগের সংখ্যা হবে ১০টি। তখন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আয়তন ছোট হয়ে যাবে।

ঢাকা বিভাগ থেকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী আলাদা করে গঠন হবে পদ্মা বিভাগ। আর চট্টগ্রাম বিভাগকে ছেটে ফেলে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর নিয়ে গঠন হবে মেঘনা বিভাগ।

দেশে এখন পর্যন্ত যে আটটি বিভাগ রয়েছে তার প্রতিটিই অঞ্চলের প্রধান জেলার নামে করা হয়েছে। এবারই প্রথম জেলার নাম ছাড়া হচ্ছে প্রশাসনিক এই ইউনিটের নাম।

বিভাগ গঠনের এই আলোচনার সময় সেটি কুমিল্লা নাকি নোয়াখালীর নামে হবে, সেই বিষয়টি নিয়ে গত কয়েক বছর ধরে চলছিল বিতর্ক। নোয়াখালীর নামে বিভাগ চেয়ে নানা কর্মসূচিও পালন করেছে সেখানকার বাসিন্দারা। তবে কুমিল্লাবাসী চাইছিলেন তাদের জেলার নামেই হোক বিভাগ।

পরে সরকার কোনো জেলার নাম বাদ দিয়ে মেঘনা নদীর নামকে বেছে নিয়েছে। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু হত্যায় নাম আসা খোন্দকার মোশতাকের জেলা কুমিল্লার নামে তিনি বিভাগ করতে চান না।

একইভাবে ফরিদপুর অঞ্চলেও কোনো জেলার নামকে প্রাধান্য না দিয়ে সেই অঞ্চলের সবচেয়ে বড় নদীটির নামকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী।

অন্য প্রস্তাব:

দুই বিভাগ গঠন ছাড়াও কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে ‘ঝাউদিয়া থানা’ নামকরণ এবং ‘ঝাউনিয়া পুলিশ ক্যাম্প’কে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প’ হিসেবে নামকরণের প্রস্তাবও ওঠার কথা রয়েছে সভায়।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় পৌরসভা গঠন, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কাজলা ও বোয়াইল ইউনিয়নের বিরোধপূর্ণ অংশ বিয়োজন করে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সঙ্গে সংযোজন করে মাদারগঞ্জ উপজেলার সীমানা পুনর্গঠন এবং ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাব রয়েছে সভার আলোচ্যসূচিতে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com