এফবিডি ডেস্ক॥
ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য রণ হক সিকদার ও তার পরিবারবর্গের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ পাচারের ঘটনায় তদন্তের নির্দেশ ও রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে আগামী বছরের ১৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ, সিআইডি ও দুদককে রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পিটিশনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
অ্যাডভোকেট চৌধুরী হাসান মুহাম্মদ আবদুল্লাহর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।