এফবিডি ডেস্ক॥
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৪ ফেব্রুয়ারি জমা দেওয়ার জন্য দিন ঠিক করেছে আদালত। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ৬২ বারের মতো পেছানো হলো।
রবিবার (১ জানুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে এদিন মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন এই দিন ঠিক করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের পেশকার মো. জহির উদ্দিন।
মামলার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি হ্যাকিং করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়।
সংশ্লিষ্টদের ধারণা, দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে। এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ অজ্ঞাতপরিচয়দের নামে মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা।
২০১৭ সালের ১৬ মার্চ আদালত মামলাটির তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমার নির্দেশ দেয়। তবে দফায় দফায় সময় নিয়েও প্রতিবেদন জমা দিতে পারেনি সংস্থাটি।