ডেস্ক রিপোর্ট॥
খালা পরিচয়ে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক বন্দির সঙ্গে দেখা করতে গিয়ে গাঁজাসহ ধরা পড়েছেন এক নারী দর্শনার্থী। এ ঘটনায় তাকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গাঁজা নিয়ে কারাবন্দির সঙ্গে সাক্ষাৎ করতে আসা ঐ নারীর নাম তাসলিমা বেগম। নিজেকে আল আমিন লিটন নামে ঐ বন্দির খালা পরিচয় দিয়েছিলেন তিনি।
রোববার রাতে কারাগারের সিনিয়র সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কারাগারে হাজতি বন্দি মো. আল আমিন লিটনের খালা পরিচয়ে সাক্ষাৎ করতে আসেন তসলিমা বেগম নামে ঐ নারী। সাক্ষাৎকক্ষে প্রবেশের আগে গেটে নিয়োজিত নারী কারারক্ষীরা তার দেহ তল্লাশি করে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। পরে নিয়ম অনুযায়ী উপস্থিত সবার সামনে সেই গাঁজা পুড়িয়ে ফেলা হয়।
কারাগারের এ কর্মকর্তা আরো জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় কারাগারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঐ নারীকে সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশের কাছে হস্তান্তর করেন।