সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন

৩ ঘণ্টা পর ব্রডব্যান্ড ও একদিন পর মোবাইল ইন্টারনেট চালু

  • আপডেট সময় সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ৪.৩২ পিএম
  • ১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার॥
ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট আবার চালু হয়েছে। কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর ব্রডব্যান্ড ইন্টারনেট ও একদিন বন্ধ থাকার পর আবার মোবাইল ইন্টারনেট চালু করা হলো।
আজ সোমবার বেলা একটার দিকে সরকারি একটি সংস্থা ব্রডব্যান্ড ও বেলা দেড়টার পর মোবাইল ইন্টারনেট চালুর মৌখিক নির্দেশ দেয় বলে জানিয়েছে একটি সূত্র। এরপর ইন্টারনেট চালু হয়।
গতকাল দুপুর ১২টার পর মোবাইল অপারেটরদের ফোরজি বন্ধ করতে বলা হয়েছিল। অপারেটরা বলেছিল, কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ রেখেছে। আর আজ সকাল ১০টার পর ব্রডব্যান্ড সংযোগ বন্ধ করতে বলা হয়েছিল।
সূত্রটি জানিয়েছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম চালুর বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও সহিংসতার মধ্যে বাংলাদেশে গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়। গত ২৩ জুলাই রাতে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। ২৮ জুলাই বেলা তিনটা থেকে মুঠোফোনে ফোর-জি ইন্টারনেট চালু হয়।
ফোর-জি বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না। তখন শুধু টু-জির মাধ্যমে কথা বলা যায়।
এদিকে ইন্টারনেট চালু হলেও বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। গত ৩১ জুলাই ফেসবুকও চালু করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com