সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

ঋণ নীতিমালার দাবি সিএমএসএমই খাতে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৮.৩৮ এএম
  • ২০ বার পড়া হয়েছে

এফবিডি ডেস্ক॥

ব্যবসাবান্ধব ঋণ নীতিমালা করার দাবি জানিয়েছেন কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা (সিএমএসএমই)। তারা বলছেন, যখন তারা কোনো ব্যবসার জন্য ঋণের আবেদন করতে যান, তখন তাদের সামনে নানা আইনকানুন চলে আসে। পাশাপাশি নানা ধরনের কাগজপত্র চাওয়া হয়, ফলে এসব আইনি জটিলতায় ঋণ পাওয়া হয় না। বাধ্য হয়ে উচ্চসুদে বিভিন্ন এনজিও থেকে নিতে হয় ঋণ।

গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে এসব কথা বলেন এ খাত বিশ্লেষকরা। এ সময় তারা সহজ শর্তে ট্রেড লাইসেন্স দেওয়া, জামানতবিহীন ঋণ প্রদানের ব্যবস্থার দাবি জানান। ‘সিএমএসএমই উদ্যোক্তাদের ঋণ সহজীকরণ ও বিকল্প অর্থায়ন’ শীর্ষক সেমিনারটি আয়োজন করে এসএমই ফাউন্ডেশন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সেমিনারে বক্তারা বলেন, আমাদের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের দিকে বিশেষ নজর দিতে হবে। এই খাত অপার সম্ভাবনাময় খাত, তবে তার জন্য বিনিয়োগ করতে হবে। তবে এই খাতে নারীদের বেশি অগ্রাধিকার দেওয়ার কথা বলেন বক্তারা। এর পাশাপাশি ব্যাংকিং নীতিমালা প্রণয়নের দাবিও জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com