এফবিডি ডেস্ক॥
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ ছাত্রী। অন্যদিকে ১ লাখ ২১ হাজার ১৫৬ ছাত্র জিপিএ ফাইভ পেয়েছে।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ শিক্ষার্থী।
গত বছর এ পাবলিক পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৩৪০ শিক্ষার্থী। সে হিসাবে এবার জিপিএ ফাইভ বেড়েছে প্রায় ১ লাখ।
এসএসসিতে এবার পাস করেছে ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী, গতবার যা ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ।
এবার এসএসসি ও সমমানে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২১ হাজার ৮৬৮ শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ ছাত্রী। অন্যদিকে ১ লাখ ২১ হাজার ১৫৬ ছাত্র জিপিএ ফাইভ পেয়েছে।
এবার সাধারণ বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে ২ লাখ ৩৩ হাজার ৭৬৩ শিক্ষার্থী। পাসের হার ৮৮ দশমিক ১০ শতাংশ।
দাখিলে জিপিএ ফাইভ পেয়েছে ১৫ হাজার ৪৫৭ শিক্ষার্থী। পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ।
কারিগরি বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে ১৮ হাজার ৬৫৫ শিক্ষার্থী। পাসের হার ৮৯ দশমিক ৫৫ শতাংশ।
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি ফল প্রকাশ করেন।
ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক।
এর আগে বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কাছে ফলের সার্বিক পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান তাদের ফলের পরিসংখ্যান সরকারপ্রধানের হাতে তুলে দেন।