বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট আগে সংস্কার, এরপর নির্বাচন: প্রধান উপদেষ্টা

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সিরাজগঞ্জ পলিটেকনিক শিক্ষকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

  • আপডেট সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ২.৫৩ পিএম
  • ২৫ বার পড়া হয়েছে
ছবিঃ টিডিএস

স্টাফ রিপোর্টার॥
সারাদেশের ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মরত ৭৭৭ জন শিক্ষক-কর্মচারীর ৫০ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় রবিবার (২২ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১১ টার দিকে ফকিরতলা এলাকার সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের মূল গেটের সামনে এ‌ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ।

মানববন্ধনে বক্তারা বলেন,দেশ বিদেশে শ্রম বাজারে বাস্তব চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি তৈরি ও দেশের কারিগরি শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ” স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (STEP)” প্রকল্পটি ২০১০ সাল থেকে শুরু হয়ে ২০১৯ সাল পর্যন্ত পরিচালিত হয়ে সম্পূর্ণ হয়েছে। এ প্রকল্পটির মুল উদ্দেশ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি দারিদ্র্যতা ও বেকারত্ব দূর করা। ৪৯ টি পলিটেকনিক ইনস্টিটিউটের শূন্য পদের বিপরীতে মোট ১০১৫ জন শিক্ষক নিয়োগ করা হয় যার মধ্যে বর্তমানে ৭৩৮ জন শিক্ষক কর্মরত রয়েছে। কর্মরত শিক্ষকদের দিয়ে দেশে ও বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ যোগদানের পর কয়েক মাস বেতন পেলেও গত ৫০ মাস যাবত তাদের কোন বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে না ।
ফলে শিক্ষকরা স্ত্রী, সন্তান পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এদিকে চাকরি বয়সসীমা শেষ হয়ে যাওয়ায় ও বেতনবিহীন অবস্থায় ও চাকরি রাজস্বকরনে বিলম্ব হওয়ায় শিক্ষকগণ চরমভাবে বৈষম্যের স্বীকার হয়েছে। এদিকে শিক্ষকদের দাবির সাথে একত্রতা ঘোষণা করেন পলিটেকনিক ইনস্টিটিউট অনেক শিক্ষার্থীবৃন্দ। মানববন্ধন শেষে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সানাউল্লাহ হক, জুনিয়র ইন্সপেক্টর তানভীর আহমেদ ,জুনিয়র ইন্সট্রাক্টর আতিয়া খাতুন, আতাউর রহমান, রুহুল আমিন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পলিটেকনিক ইনস্টিটিউটের সমন্বয়ক হাবিবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com