বিনোদন ডেস্ক॥
অভিনয়ের জন্য যত না আলোচনা, তারচেয়ে অন্যান্য বিষয়েই বেশি আলোচনায় থাকেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী উর্বশী রাউতেলা। এর আগেও বেশ কিছু বিতর্কের কারণ হয়েছেন অভিনেত্রী। এবার বাবার সৌন্দর্যের ব্যাখ্যা দিতে গিয়ে পড়লেন আরেক ধাপ সমালোচনার মুখে।
উত্তরাখণ্ডের মেয়ে উর্বশীর দাবি, উত্তরাখণ্ডের মেয়ে বলেই তিনি সব দিক থেকে সুন্দরী।
উর্বশীর এই মন্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। ভিডিওতে অভিনেত্রীকে বলতে দেখা যায়, “উত্তরাখণ্ডের মানুষ এমনিতেই লম্বা, ফর্সা এবং সুন্দর।” এর পরে নিজের বাবার সৌন্দর্যের বর্ণনাও দিয়েছেন তিনি। ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যে কোনও দিকের মানুষের চেয়েই উত্তরাখণ্ডের বাসিন্দারা সব দিক থেকে অনেক বেশি সুন্দর বলে দাবি উর্বশীর।
এই মন্তব্যের জন্য তার দিকে ধেয়ে আসে কটাক্ষ।
উর্বশী বলেছেন, “আপনি আমার যা দেখছেন সবটাই স্বাভাবিক। এর মধ্যে কৃত্রিম কিছু নেই। আমি তো উত্তরাখণ্ডের মানুষ।
জন্মের পর থেকেই এখানকার মানুষ সুন্দর। তাই কৃত্রিম ভাবে কোনও কিছু দরকার পড়ে না।” এর পরেই নিজের বাবার প্রসঙ্গে উর্বশী বলেন, “আমার বাবাকেই দেখুন। তার উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। ফর্সা, সুন্দর ও লম্বা।
একেবারে সুপারমডেলের মতো।”
নিজের দিদিমার সঙ্গে অভিনেত্রী বৈজয়ন্তীমালার তুলনাও করেন তিনি। অভিনেত্রীর কথায়, “আমার দিদিমা বৈজয়ন্তীমালার থেকে কম সুন্দর নয়। তাঁর বয়স এখন ৯০ বছর। এখনও তাঁর মুখের ত্বক টানটান। আসলে জিনের উপরে অনেক কিছু নির্ভর করে।”
এই ভিডিও ছড়িয়ে পড়তেই উর্বশীর সমালোচনা করতে দেখা যায় নেটিজেনদের। একের পর এক বিদ্রুপমুলক মন্তব্য ধেয়ে আসতে থাকে। একজনক বলেন, ‘আপনি সুন্দর তবে সবার চেয়ে সুন্দর নন।’ অন্য একজন বলেন, ‘আপনি সব সময় নিজেকে নিয়ে এত বড়াই করেন কী ভাবে!’ আর একজনের মন্তব্য, ‘আপনি নিজের জন্য একটি লোক নিয়োগ করুন, যিনি আপনার এই সব নিরর্থক কথা মন দিয়ে শুনবেন।’
সম্প্রতি বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে নিজের তুলনা করে সমালোচনার মুখে পড়েন উর্বশী। নিজেকে শাহরুখের মতো বুদ্ধিসম্পন্ন ও প্রচারণায় সেরা বলেন এ নায়িকা। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক বুদ্ধি ও নিজের সিনেমার প্রচারের কৌশলের জন্য শাহরুখ খান প্রশংসিত বিভিন্ন ক্ষেত্রে। তবে অভিনেত্রীর দাবি— এ বিষয়ে শাহরুখের পরেই তার নাম উঠে আসে। আর এমন মন্তব্যের পরই তোপের মুখে পড়েন উর্বশী।