শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মুন্সীগঞ্জ থেকে লুট হওয়া ৩ কোটি টাকা মুল্যের ফার্নেস অয়েল সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ৫ সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য হেনরীর সম্পদ ক্রোকের আদেশ আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়

বিএসআরএম-কেএসআরএম ৬২ হাজার টন রড দিয়েছে ঢাকা মেট্রোরেলকে

  • আপডেট সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৯.১৮ এএম
  • ৪০ বার পড়া হয়েছে

এফবিডি ডেস্ক॥

ঢাকা মেট্রোরেল নির্মাণে বিএসআরএম এবং কেএসআরএম ৬২ হাজার টন রড দিয়েছে বলে প্রতিষ্ঠান দুটির কমকর্তারা জানিয়েছেন।

বিএসআরএমের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তপন সেন গুপ্ত বলেন, বাংলাদেশের সব বড় প্রকল্পে বিএসআরএম রড সরবরাহ করছে। পদ্মা সেতু প্রকল্পে ৯৫ শতাংশ রড বিএসআরএম সরবরাহ করেছে। সেই ধারাবাহিকতায় মেট্রোরেল প্রকল্পেও বিএসআরএম সর্বোচ্চ পরিমাণ রড সরবরাহ করেছে। মেট্রোরেল প্রকল্পে উত্তরা থেকে আগারগাঁও অংশে প্রায় ৬৭ হাজার টন রড ব্যবহৃত হয়েছে। এর মধ্যে ৬২ দশমিক ০৭ শতাংশ তথা ৪২ হাজার টন বিএসআরএম সরবরাহ করেছে।

আর কেএসআরএম দিয়েছে ২০ হাজার টন রড, জানিয়েছেন কেএসআরএমের সিনিয়র মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপনন) মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ‘মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশে চাহিদার প্রায় ২৯ শতাংশ তথা ২০ হাজার টন রড কেএসআরএম সরবরাহ করেছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব রড সরবরাহ করা হয়। ভবিষ্যতেও কেএসআরএম ওই প্রকল্পে রড সরবরাহ করবে।’

রাজধানী ঢাকার যানজট কমাতে সরকার নির্মাণ করেছে মেট্রোরেল। আগামী ২৮ ডিসেম্বর মেট্রোরেল যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার মেট্রোরেল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের মেট্রোরেল নির্মাণের ভিত গড়তে রড সরবরাহে নেতৃত্ব দিয়েছে চট্টগ্রাম। দেশের শীর্ষ দুই ইস্পাত শিল্পকারখানা বিএসআরএম এবং কেএসআরএম কারখানা থেকেই সর্বোচ্চ ৯২ শতাংশ রড সরবরাহ করা হয়েছে এখানে।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পৃথিবীর বুকে জন্ম নেওয়া বাংলাদেশে বিএসআরএম ছাড়া অন্য স্টিল রি-রোলিং মিলস খুব বেশি ছিল না। পরবর্তীতে ১৯৯০ সালে আধুনিক অবকাঠামো নির্মাণে ডেভেলপার কোম্পানিগুলো এগিয়ে আসার পরে দেশে ইস্পাতের চাহিদা বাড়তে থাকে। বর্ধিত চাহিদা পূরণে এগিয়ে আসে কয়েকটি শিল্প গ্রুপ। এর মধ্যে কেএসআরএম, আরএসআরএম, জিপিএইচ ইস্পাত, একেএস স্টিলসহ বেশ কয়েকটি ইস্পাত কারখানা গড়ে ওঠে চট্টগ্রামে। আবার এসব কারখানার কাঁচামাল সবরাহ করতে চট্টগ্রামের উপকণ্ঠ সীতাকুণ্ড এলাকায় গড়ে ওঠে শতাধিক শিপ ব্রেকিং ইয়ার্ড।

১৯৯০ সালের পর প্রায় তিন দশকে চট্টগ্রাম এখন ইস্পাতশিল্পে নেতৃত্বে পৌঁছেছে। শুধু চট্টগ্রামেই গড়ে উঠেছে অন্তত ২০টি ইস্পাত কারখানা। দেশের ভৌত অবকাঠামো নির্মাণে প্রায় ৭০ লাখ টন রডের চাহিদার প্রায় ৮০ শতাংশ রড সরবরাহ করছে চট্টগ্রামের এসব প্রতিষ্ঠান।

ইস্পাত শিল্পকারখানা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পদ্মাসেতু, মেট্রোরেল ও বঙ্গবন্ধু ট্যানেলসহ মেগা প্রকল্পের সিংহভাগ রড সরবরাহ করছে চট্টগ্রামের ইস্পাত শিল্প প্রতিষ্ঠান।

শুধু মেগা প্রকল্প নয়, দেশের ইস্পাতের চাহিদা পূরণেও কেএসআরএম অগ্রণী ভূমিকা রাখছে উল্লেখ করে জানান জসিম উদ্দিন। তিনি বলেন, ‘দেশে এখন বার্ষিক রডের চাহিদা ৭০ লাখ টন। এর মধ্যে ১০ লাখ টনের বেশি কেএসআরএম সরবরাহ করে। বঙ্গবন্ধু ট্যানেল প্রকল্পে কেএসআরএম প্রায় ৫০ শতাংশ রড সরবরাহ করেছে।’

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com