বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট আগে সংস্কার, এরপর নির্বাচন: প্রধান উপদেষ্টা

মহামারিতেও নতুন পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিচ্ছে ফ্রেন্ডশিপ স্কুলগুলো

  • আপডেট সময় রবিবার, ২ মে, ২০২১, ১১.০৮ এএম
  • ৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
কোভিড-১৯ বা করোনা মহামারিতে বড় ধরণের ক্ষতির শিকার দেশের শিক্ষা ব্যবস্থা। ২০২০ সালে ১৮ মার্চ থেকে বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকায় হুমকিতেক শিশু-কিশোরদের লেখা-পড়া। এমন অবস্থায় মহামারিকালে শিক্ষা ব্যবস্থা সচল রাখতে বিশেষ উদ্যোগি হয়েছে উন্নয়ন সহযোগি সংস্থা ফ্রেন্ডশিপ। কোমলমতি শিশুদের ভবিষ্যত চিন্তা করে মহামারি শুরুর পর থেকে বিশেষ ব্যবস্থায় পাঠদান অব্যাহত রেখেছে সংস্থাটি। কুড়িগ্রাম ও গাইবান্ধার প্রত্যন্ত চরে শিশু-কিশোরদেরকে নিয়মিত পাঠদান করে যাচ্ছে ফ্রেন্ডশিপ স্কুলগুলো, প্রেস বিজ্ঞপ্তী সুত্রে এ তথ্য জানা যায়।

ফ্রেন্ডশিপ শিক্ষা বিভাগ প্রধান ব্রিঃ জেঃ (অবঃ) ইলিয়াস ইফতেখার রসুল জানান, করোনাকালে গাইবান্ধা,কুড়িগ্রাম ও জামালপুরের সবিধা বঞ্চিত প্রায় ১০ হাজার ছাত্র-ছাত্রীকে কয়েকটি বিকল্প পন্থায় দেয়া হচ্ছে পাঠদান। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, ফোন কলের মাধ্যমে যোগাযোগ, ছোট ছোট দলে উঠোন শিক্ষা, বাড়ী বাড়ী গিয়ে ছাত্র-ছাত্রীদের খোঁজ-খবর নেয়া ইত্যাদি। প্রত্যন্ত চরে ফ্রেন্ডশিপের ৪৩টি প্রাথমিক এবং ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের অধীনে চলছে এই পাঠদান ব্যবস্থা। ১২০ টি সরকারী বিদ্যালয় অনুসরণ করছে ফ্রেন্ডশিপের শিক্ষা পদ্ধতি। ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের শিক্ষদের পাঠদান সহজ করতে আয়োজন করা হচ্ছে অনলাইন প্রশিক্ষনের। সংস্থাটির শিক্ষা বিভাগ প্রধান জানান, করোনা প্রাদুর্ভাবের সময় এমন উদ্যোগ নেয়ার ফলে বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া রোধ করা সম্ভব হয়েছে। বিশেষ করে উঠোন শিক্ষা এবং বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেয়ার কারণে ছাত্র-ছাত্রীদের মনে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, যা করোনাকালে পাঠদানকে সহজ করেছে।

ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান বলেন, করোনকালে সুবিধা বঞ্চিত চরবাসীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে বিশেষ নজর দিয়েছে ফ্রেন্ডশিপ। তাই সংস্থার অধীনে পরিচালিত বিদ্যালয়গুলো পাঠদানে আনা হয়েছে নতুন মাত্রা। বিশেষ করে ফোন কলে যোগাযোগ, উঠোন শিক্ষা এবং বাড়ি বাড়ি গিয়ে ছাত্র-ছাত্রীদের খোঁজ-খবর নেয়ায়, সাধুবাদ জানিয়েছেন অভিবাবক, স্থানীয় সমাজ ও প্রশাসন। এ ধরণের সাধুবাদ এবং উৎসাহ, ফ্রেন্ডশিপের কাজে আরও গতি আনবে বলে আশা করেন তিনি।

উল্লেখ্যে, প্রান্তিক অঞ্চলে শিক্ষা ব্যবস্থায় নতুন এ উদ্যোগ শুরু করা হয়, ২০২০ সালের মার্চে লকডাউনকালেই। ছাত্র-ছাত্রীরা আগ্রহের সাথে অংশ নিচ্ছে উঠোন শিক্ষায়। চরের পাশাপাশি, সারাদেশের শিক্ষার্থীদের জন্য কিছু উদ্যোগ আগে থেকেই চলমান ফ্রেন্ডশিপের। বাংলাদেশের সব শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ফ্রেন্ডশিপের তত্বাবধানে ধারণ করা মাধ্যমিক শিক্ষার ভিডিও ক্লাসগুলো নিয়মিত আপলোড করা হচ্ছে ফ্রেন্ডশিপ ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলটির লিংক সরকারী ওয়েব সাইট কিশোর বাতায়নের সাথেও সংযুক্ত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com