শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

শাকিবের সিনেমায় নুসরাত চমক

  • আপডেট সময় বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৭.১২ পিএম
  • ১৭ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত


বিনোদন ডেস্ক॥



শুটিং শুরুর সময় থেকেই শোনা যাচ্ছিল শাকিব খানের ‘বরবাদ’-এ দেখা যাবে ওপার বাংলার নুসরাত জাহানকে। অবশেষে তাই সত্যি হলো। তবে নায়িকা হিসেবে নয়, চমক নিয়ে নুসরাত হাজির হয়েছেন ড্যান্স নাম্বারে।

মঙ্গলবার রাতে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিনেমাটির একটি গানের প্রমো।

‘চাঁদ মামা’ শিরোনামের এই আইটেম গানে শাকিব খানের সঙ্গে কোমর দুলাতে দেখা গেছে নুসরাতকে।

প্রমো দেখে শাকিবের লুক, কস্টিউম, সেট ডিজাইনের সঙ্গে নুসরাতের আবেদনময় উপস্থিতিতে অনেকের চোখ কপালে উঠেছে। কেউ কেউ বলিডের গানের সঙ্গে তুলনা করছেন! বলছেন, এটি হতে পারে বছরের অন্যতম হাই ভোল্টেজ গান।

কেউ আবার ফেসবুকে লিখছেন, মিমির সঙ্গে শাকিবের ‘লাগে উরাধুরা’ গানটি ছাড়িয়ে যেতে পারে ‘চাঁদ মামা’! গানটি ছাড়ার ১০ ঘণ্টার মধ্যে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম মিলিয়ে ৩ মিলিয়নের বেশি ভিউ হয়েছে।

এর আগে শাকিবের সঙ্গে ‘নাকাব’ ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত। এবার দেখা যাবে আইটেম গানে। গানটির মাধ্যমে প্রায় ১০ বছর পর আবার আইটেম গানে দেখা গেল নুসরাতকে।

এক ভিডিওতে নুসরাত জানিয়েছেন, চাঁদ মামা শব্দটি শুনলেই ছোটবেলার নস্টালজিয়া ফিলিং হয়।

কিন্তু এই চাঁদ মামা পুরোপুরি ডান্স নাম্বারের গান। সবাই খুব এনজয় করবে।

‘চাঁদ মামা’ গানটি লিখেছেন এবং সুর, সংগীত করেছেন প্রীতম হাসান, কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। সম্পূর্ণ গানটি ২৮ মার্চ শাকিবের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হবে রিয়েল এনার্জি প্রডাকশনের ইউটিউব চ্যানেলে।

মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com