বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট আগে সংস্কার, এরপর নির্বাচন: প্রধান উপদেষ্টা

শাকিব খান অনেক গ্যাঁড়াকলে আছে: মালেক আফসারী

  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৩.২৩ পিএম
  • ৩৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক

ঢাকাই সিনেমার ‘মাস্টার মেকার’ খ্যাত পরিচালক মালেক আফসারী। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এ পরিচালক। বাংলাদেশের চলচ্চিত্র জগতের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করেন তিনি।

শনিবার (১০ সেপ্টেম্বর) তেমনই এক ভিডিওতে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে নিয়ে কথা বলেন মালেক আফসারী।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন শাকিব। বিষয়টি সামনে এনে মালেক আফসারী বলেন, এ রকম একটা গ্রিন কার্ডের স্বপ্ন দেখে মফস্বলের একটা যুবক। শাকিব খান কেন করবেন? শাকিব খান কি বোঝেন না? নিশ্চয় বোঝেন। আসলে ঢাকার পরিবেশ তার জন্য ভালো ছিল না। তার অনেক আপনজন পর হয়ে গেছে।

আফসারী দাবি করেন, এটা হয়েছে ২০১৯ সালে পাসওয়ার্ড সিনেমা মুক্তির পর। তার আগ পর্যন্ত ভালো ছিল।

পাসওয়ার্ড মুক্তি পেলো। পাসওয়ার্ড টু আর হলো না। মহামারি আসলো, সব কাজ বন্ধ। মহামারি শেষে শাকিব খান একটা অনুষ্ঠানে অংশ নিতে আমেরিকা গেলেন। গ্রিন কার্ড নিয়ে নয় মাস পর দেশে ফিরলেন। দেশে ফিরে সাংবাদিকদের বললেন, আমেরিকা আর বাংলাদেশের দিন-রাতের হিসাবে তারতম্য আছে। দুই তিনদিন ঘুমাবো। এরপর নতুন খবর দেবো।’

সেই ‘নতুন’ খবর আর না পাওয়ার কথা তুলে এই চলচ্চিত্র নির্মাতা বলেন, তারপর আমরা কিন্তু আর কিছু দেখলাম না। দেখলাম, তিনি তথ্য মন্ত্রণালয়ে গেছেন। তার প্রযোজনায় সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘মায়া’র কাজে।

এসময় শাকিব খান কোনো দুশ্চিন্তায় পড়েন বলে দাবি করেন আফসারী।

সম্প্রতি একটি সিনেমার মহরতে প্রযোজক মো. ইকবাল নায়ক শাকিব খানকে ইঙ্গিত করে বলেছিলেন, ‘যে গল্পই বোঝে না, সে কিসের সুপার স্টার?’

ওই কথার রেশ টেনে মালেক আফসারী বলেন, আমি শাকিব খানের জায়গায় থাকলে দেশে ফিরে ইকবালকে ফোন দিতাম। বলতাম, ভাইজান বাসায় আসেন। সামনাসামনি বসে কথা বলি।

শাকিব খানের উদ্দেশে তিনি বলেন, ইকবাল আপনার সবচেয়ে কাছের মানুষ। সে পর হয়ে গেলো। প্রযোজক খোরশেদ আলম খসরু পর হয়েছে কি না আমি জানি না। এই মানুষদের পর হতে দেবেন কেন? তারা আপনার কাছে ছবি চায়। আপনে বোঝেন না কেন?

সবশেষে শাকিব খানকে সিনেমায় ফেরার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমি আপনাকে কী বোঝাব। আপনি সবই বোঝেন। বহুত সমঝদার লোক। সব সমস্যা কাটিয়ে ওঠেন।’

তিনি আরও বলেন, কী সমস্যা আপনার? পাঁচটা ছবি আপনার সঙ্গে করেছি। আমি জানি, আপনি সাংঘাতিক ভদ্র মানুষ। ১০ দিনের মধ্যে নতুন ঘোষণা দেবেন বলেছিলেন। মাস পার হয়ে যাচ্ছে প্রায়। সে ঘোষণা কই?

আপনি শান্তিপ্রিয় মানুষ। এতসব প্রেশার মাথায় নিতে চান না। কিন্তু বিভিন্ন রকম প্রেশার আপনার মাথায়। এজন্য নতুন সিনেমার ঘোষণা দিতে পারছেন না। মায়া সিনেমার ঘোষণা দিয়ে দেন। পূজা চেরিকে নিয়ে করবেন, নুসরাত ফারিয়ার সঙ্গে করবেন, নাকি বুবলীর সঙ্গে করবেন? যাকে নিয়ে খুশি সিনেমা করেন। ঘোষণা দিয়ে দেন।’

পরিচালক বলেন, তবে আগে যেহেতু বলেছিলেন, মায়া সিনেমায় পূজা চেরি কাজ করবেন। পূজা চেরিকে নিয়েই কাজ করেন। এটা তার অধিকার।

ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় দর্শকের উদ্দেশে এই চলচ্চিত্র নির্মাতা বলেন, সবাই দোয়া করবেন। শাকিব খান অনেক গ্যাঁড়াকলে আছে। সবাই গ্যাঁড়াকলে ফেলার চেষ্টা করছে। ভেতরে ভেতরে অনেক কিছু হচ্ছে। আমি এগুলো খুলে বলতে পারবো না।

ভিডিও দেখার পর জাগো নিউজের পক্ষ থেকে মালেক আফসারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি। শাকিব খানের মোবাইলফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

অনেক হিট-সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন মালেক আফসারী। এর মধ্যে উল্লেখযোগ্য ‘এই ঘর এই সংসার’, ‘হীরা চুনি পান্না’। সর্বশেষ তার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এটিও হিট সিনেমা। শাকিব খান তার পরিচালনায় মনের জ্বালা, ফুল অ্যান্ড ফাইনাল, পাসওয়ার্ডসহ ছয়টি সিনেমায় অভিনয় করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com