স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জের আলহাজ্ব মহিউদ্দিন নাসির বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়ক অবরোধ করে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১:০০ টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানাধীন সয়দাবাদ মোড় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জমায়েত হয়ে মহাসড়ক অবরোধ করে।
আলহাজ্ব মহিউদ্দিন নাসির বালিকা উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্রী মোছা: ঐশী বলেন, ইতিপূর্বে যে সকল ছাত্রীরা বোরকা ও হেজাব পড়ে বিদ্যালয়ে আসতেন, তাদেরকে প্রধান শিক্ষক ক্লাসের বাহিরে দাঁড় করিয়ে রাখতেন এবং বিভিন্ন ধরনের কটুক্তিমূলক কথা বলতেন।
এছাড়া স্কুলের আর্থিক অনিয়ম দুর্নীতির সাথে প্রধান শিক্ষক জড়িত থাকার অপরাধে ম্যানেজিং কমিটি কর্তৃক ১৯/০৮/২০২৪ ইং তারিখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মালেককে এক মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত শিক্ষককে কোনভাবেই এই স্কুলে দেখতে চাই না। প্রধান শিক্ষক বিদ্যালয় যোগদান করলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি প্রদান করব।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জিলানী বলেন, শিক্ষার্থীরা খুব অল্প সময় মহাসড়ক অবরোধ করে রেখেছিল। ঘটনাস্থলে পুলিশ যাওয়া মাত্র শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।