শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে সপ্তক সংগীত একাডেমির আয়োজনে গুণীজন সংবর্ধনা ও গান আড্ডা অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৩৬ পিএম
  • ১০৩ বার পড়া হয়েছে
ছবি: টিডিএস

স্টাফ রিপোর্টার॥
শনিবার সন্ধ্যায় (২৮ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের উৎসব কমিউনিটি সেন্টার-এ সপ্তক সংগীত একাডেমির আয়োজনে গানের আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সিরাজগঞ্জের গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সপ্তক সংগীত একাডেমির পরিচালক মো. হাসান আলী, অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সপ্তক সংগীত একাডেমি সিরাজগঞ্জ জেলা উপদেষ্টা মামুন-এ- কাইয়ুম। অনুষ্ঠানে বিশিষ্ট কন্ঠশিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের শিল্পী মো. আমিনুল ইসলাম  এবং বিশিষ্ট গীতিকার ও সুরকার মোঃ মিল্টন খন্দকারকে সন্মাননা প্রদাণ করা হয়।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. হামিদুল ইসলাম।

এসময়ে সিরাজগঞ্জের সংঙ্গীত অঙ্গনের শিল্পী, কোলাকৌশলী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com