এফবিডি ডেস্ক॥
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২ হাজার ৯৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। আর ৫০টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পরীক্ষায় পাস করতে পারেনি।
গত বছর এই পরীক্ষায় ৫ হাজার ৪৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পাস করেছিল। ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
এই হিসেবে এবার শতভাগ পাসকরা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৫১৯টি কমেছে এবং শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩২টি।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সোমবার এক সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।