এফবিডি ডেস্ক॥
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, ‘বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প থেকে আমরা শিক্ষা নিয়েছি। সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে চীনা ঠিকাদারের বিষয়ে তদন্ত করছে বাংলাদেশ সরকার। আমরা নিজস্ব প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা নেব।’
গতকাল সোমবার চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জিমিং পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
লি জিমিং আরও বলেন, দুই দেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। বাংলাদেশের বড় বড় প্রকল্পে চীনাদের সম্পৃক্ততা আছে। এ ছাড়া দুই দেশের জনগণের মধ্যেও যোগাযোগ আছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘চীন-বাংলাদেশের হাজার বছরের ঐতিহাসিক বন্ধন। চীন হলো আমাদের মহান এশীয় প্রতিবেশী। চীন পরাশক্তি হলেও প্রতিবেশীকে কখনো চাপে রাখে না।’