বিনোদন ডেস্ক॥
বুধবার রাতে সামাজিক মাধ্যমে প্রকাশ পায় মৌসুমী-রানার গায়ে হলুদের ছবি। অভিনেত্রীর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও অভিনয়শিল্পী তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার তার বিয়ে।
এর আগে বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে মৌসুমী হামিদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়।
মৌসুমীর মতো রানাও শোবিজের সঙ্গে জড়িত। তবে তিনি কাজ করেন ক্যামেরার প্রেছনে। জানা গেছে, পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন তারা। বিয়ের পরে দেশের বাইরে হানিমুনে যাওয়ার কথা রয়েছে তাদের।
বিনোদন অঙ্গনে মৌসুমীর যাত্রা শুরু লাক্স সুপারস্টার প্রতিযোগিতার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়েন ছোটপর্দায়। অর্জন করেন জনপ্রিয়তা। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এছাড়া ওটিটি মাধ্যমে কাজ করেও হয়েছেন প্রশংসিত।