শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

প্রকাশ হল হাবিব-অন্তরার ‘মন বোঝে না’

  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ১২.৩৪ পিএম
  • ৮২ বার পড়া হয়েছে
ছবি: সংগ্রহীত

বিনোদন ডেস্ক॥

নতুন বছরে সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ ও দেবশ্রী অন্তরা ফের নিয়ে এলেন নতুন গান।

‘মন বোঝে না’ শিরোনামের গানটি বৃহস্পতিবার রাতে হাবিবের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

দেবশ্রী অন্তরার সঙ্গে এটি হাবিবের দ্বিতীয় গান। এর আগে অন্তরাকে নিয়ে হাবিব গেয়েছিলেন ‘প্রেমে পড়া মন’।

অমিত কর্মকারের লেখা ‘মন বোঝে না’ গানটির সংগীত আয়োজন ও সংগীত প্রযোজনা করেছেন হাবিব নিজেই।

অন্তরাকে নিয়ে নতুন গান করা প্রসঙ্গে হাবিব বলেন, “প্রতিটি মানুষের কণ্ঠেই ডিফরেন্ট ও ইউনিক ব্যাপার থাকে। একজন সুরকার ও কম্পোজার হিসেবে আমি সব সময় সেই ভিন্নতাটাকে খোঁজার চেষ্টা করি। দেবশ্রী অন্তরার কণ্ঠটা আমার কাছে আলাদা মনে হয়েছে।”

‘মন বোঝে না’ গানটি নিয়ে হাবিব ওয়াহিদ বলেন, “আমার চ্যানেলে গত ২ বছরের ধারাবাহিকতায় নিয়মিতই নতুন গান আসছে। এই গানটি তারই অংশ। গানটি গত বছরে শেষ করা হলেও নতুন বছরে যেহেতু মুক্তি পেয়েছে, তাই এটাকে আমরা নতুন বছরের গান বলছি। আর এই গানের মুডটা আমার অন্য গানগুলো থেকে আলাদা।” দেবশ্রী অন্তরার সঙ্গে এটি হাবিবের দ্বিতীয় গান।

অন্তরা বলেন, “হাবিব ওয়াহিদ বাংলাদেশের একজন টপ আর্টিস্ট। উনার সঙ্গে গত বছর আমার একটি গান করা হয়। যদিও আমাদের প্রথম গানটি এক্সপেরিমেন্টাল ট্র্যাক ছিল। আর নতুন গানে উনি আমার ডিফরেন্ট একটা ট্র্যাকচারের ভয়েস ইন্ট্রিডিউজ করছেন।

“আমার ভয়েসে যে এমন গানও সুন্দর লাগতে পারে সেটা উনি ডিসকাভার করেছেন। উনি যেভাবে বলেছেন, আমি সেভাবে গাওয়ার চেষ্টা করেছি।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com