ডেস্ক রিপোর্ট॥
বলি পাড়ার অন্দরে কানাঘুষা ইয়ামি-আদিত্যর ঘরে আসছে নতুন অতিথি। বিয়ের তিন বছর পর দুই থেকে তিন হচ্ছেন এই জুটি! টিনসেল টাউনের আকাশেবাতাসে ভাসছে সেই খবর। নেপথ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও। সম্প্রতি লেন্সবন্দি হয়েছেন ইয়ামি গৌতম ও তার স্বামী আদিত্য ধর। এরপরই বলি ডিভার মা হওয়ার কানাঘুষো।
সম্প্রতি মুম্বাইয়ে লেন্সবন্দি হন এই তারকা দম্পতি। ইয়ামির পরনে ছিল ঢিলেঢালা সালোয়ার। ক্যামেরা দেখেই বেশ কয়েকবার ওড়না দিয়ে পেট আড়াল করার চেষ্টা করেন এ অভিনেত্রী। তবে স্বামীর সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন ইয়ামি গৌতম। ছবি তোলা হয়ে গেলে গাড়িতে উঠে সেখান থেকে চলে যান।
এই ভিডিও শেয়ার করতেই তা দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ওড়না দিয়ে ইয়ামির পেট আড়াল করা দেখে নেট নাগরিকদের একটা বড় অংশের মতে, অভিনেত্রী অন্তঃসত্ত্বা।
প্রসঙ্গত, ২৬ জানুয়ারি পরিবারের সঙ্গে শপিং করতে গিয়েছিলেন ইয়ামি। শপিং মল থেকে বেরনোর পরই লেন্সবন্দি হন অভিনেত্রী। সেখানেও ওড়না দিয়ে পেট আড়াল করে রাখতেই দেখা গেছে। ঢিলেঢালা সালোয়ার, বারবার পেট আড়াল করাই ইয়ামির মা হওয়ার জল্পনাকে আরও জোড়াল করছে।
এদিকে ব্যক্তিগত জীবনকে খুব একটা লাইমলাইটে আনেন না ইয়ামি গৌতম। বিয়েও করেছিলেন একেবারে প্রাইভেটভাবে। তবে সোশ্যাল মিডিয়ায় আদিত্য আর পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্তের বা সিনেমার প্রমোশনের ছবি শেয়ার করেন ইয়ামি। ২০১৯ সালে এই ছবির শুটিং চলাকালীনই একে অপরের কাছাকাছি আসেন।
২০২১-এ ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর পরিচালকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ইয়ামি। হিমাচলে নিজের বাড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লাভবার্ডস। সত্যিই দুই থেকে তিন হচ্ছে তারকা দম্পতির? সে তো সময়ই বলবে।