সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৫ পুলিশ হত্যা : সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি মুঠোফোনে কথা বলা, রেস্তোরাঁ, পোশাকে ভ্যাট কমানোর আদেশ জারি আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ‘১৩ বছর বয়স থেকে প্রেমের প্রস্তাব পাচ্ছি’ চাঁদা না দেয়ায় সাতক্ষীরায় বিএনপি নেতাকে কোপানোর অভিযোগ মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই: সারজিস আলম ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন মামুন চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা॥ তিনজন মিলে একাধিকবার ছুরিকাঘাত, বুলেটপ্রুফ জ্যাকেট পরেও রক্ষা পাননি তানজিম

অন্য বুবলীকে নিয়ে ঘুরছেন শরিফুল রাজ

  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ২.২৫ পিএম
  • ২৫ বার পড়া হয়েছে
ছবি: সংগ্রহীত

বিনোদন ডেস্ক॥

এবারের ঈদে মুক্তির অপেক্ষায় ১২টির বেশি সিনেমা। যার মধ্যে অভিনেতা শরীফুল রাজের তিনটি। এর মধ্যে ‘দেয়ালের দেশ’ একটি। এই সিনেমা দিয়ে শবনম বুবলীর সঙ্গে প্রথমবার জুটি হলেন শরীফুল রাজ। পোস্টার, টিজার আর গানের পর গতকাল প্রকাশিত হলো সিনেমাটির ট্রেলার।

মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’র ট্রেলারকেও লুফে নিয়েছেন চলচ্চিত্রপ্রেমীরা। সেখানে গল্পের শুরু, দৃশ্যায়ন-গান দেখে দেখে উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরা। রাজ-বুবলীকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন দর্শকেরা।

রাজধানীতে ‘দেয়ালের দেশ’ নিয়ে একটি সংবাদ সম্মেলনও করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। সরকারি অনুদানের সিনেমাটি দেখতে সবার প্রতি আহ্বান পরিচালক-প্রযোজক ও অভিনেতা-অভিনেত্রীর। এ সময় ‘দেয়ালের দেশ’ নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন শিল্পীরা।

ট্রেলারে দেখা যায়, কখনো বুবলী এবং রাজ কখনো পাবলিক বাসে, কখনো সড়কে, কখনো আবার নদীর ধারে প্রেমের গল্প রচনা করছেন। কিন্তু সেই প্রেম পর্বে বড় ধাক্কা হয়ে আসে বুবলীর অসুস্থতা ও মৃত্যু!

হিমঘরে বুবলীর লাশের পাশে বিষণ্ন মনে বসে থাকতে দেখা যায় নায়ক রাজকে। এসবের পেছনে লুকিয়ে থাকা রহস্যই ‘দেয়ালের দেশ’ সিনেমার মূল বিষয়বস্তু। যদিও ছবিটি প্রেক্ষাগৃহে পা দেওয়ার পরই পুরো গল্পটি স্পষ্ট হবে।

এবারের ঈদের বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’। দর্শক-সমালোচকদের ধারণা, শাকিব খানের এই সিনেমার সঙ্গে সমানে সমানে পাল্লা দেবে ‘দেয়ালের দেশ’ও। অনেকে বলছেন, দর্শক চাহিদার নিরিখে এগিয়ে আছে ছবিটি।

রাজ-বুবলী ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতাসহ অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com