স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সদর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন বিভিন্ন স্কুলের শিক্ষকরা।
ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সাজিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সবুজ কানন স্কুল এন্ড কলেজভার প্রাপ্ত অধ্যক্ষ মো: মাসুদ রানা, ঘোরাচোরা হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকদের আলাদা পে কমিশন গঠন করতে হবে। সকল বেসরকারি শিক্ষকদের বদলির সুযোগ থাকতে হবে। সরকারি ও বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূর করতে হবে। বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ করতে হবে। সরকারি স্কুলের শিক্ষকগণ বেসরকারি স্কুলের শিক্ষকদের নিয়ন্ত্রণ করবে তা কাম্য নয়। বক্তারা আরো বলেন, দাবীগুলি মানা না হলে যেকোনো সময় ক্লাস বর্জনসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হবে। মানববন্ধন শেষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।